করোনার নতুন ধরন ডেলমিক্রন!

0
5

আন্তর্জাতিক ডেস্ক

শীতের কারণে ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রনে সংক্রমিত। এর মধ্যেই করোনাভাইরাসের আরও একটি ধরনের কথা সামনে এসেছে। এর নাম ডেলমিক্রন।

বিশেষজ্ঞরা এখনো ওমিক্রনের গতিপ্রকৃতি নির্ধারণে গবেষণা করছেন। তার ওপর ডেলমিক্রনের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে নতুন করে যে কোভিড সুনামি শুরু হয়েছে, তার নেপথ্যে রয়েছে ডেলমিক্রন।

ডেলমিক্রন করোনাভাইরাসের আলফা, বিটা কিংবা অন্য ধরনগুলোর মতো একেবারে নতুন কোনো ধরন নয়। মূলত করোনাভাইরাসের বিদ্যমান দুটি ধরন ডেলটা ও ওমিক্রনেরই সমন্বিত রূপ এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here