আন্তর্জাতিক ডেস্ক
নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং রানী কোমল ভারতে কুম্ভমেলায় যোগ দিয়েছিলেন। এরপর গত মঙ্গলবার তাদের করোনা শনাক্ত হয়। জানা গেছে, ভারত থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানায় কয়োকশো মানুষ। তাদেরও করোনা পরীক্ষা করার কথা বলা হয়েছে।
জানা গেছে, হরিদ্বারে কুম্ভমেলায় যোগ দিয়ে গঙ্গা স্নান সারেন ৭৩ বছরের জ্ঞানেন্দ্র এবং ৭০-এর কোমল। তারা করোনা আক্রান্ত হওয়ার পর তাদের সংস্পর্শে আসা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নেপালের সংবাদপত্র দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, খুঁজে দেখা হচ্ছে কারা কারা সরাসরি রাজা-রানীর সংস্পর্শে এসেছিলেন।
উল্লেখ্য, করোনার মাঝেই গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। যদিও দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে এভাবে কুম্ভমেলার আয়োজন নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিলো। কুম্ভ মেলায় একের পর এক আখড়ায় করোনা ধরা পড়েছে। যদিও এই আয়োজনে কিছু সতর্কতামূলক ব্যবস্থা ছিলো। ইন্টারনেট ।