করোনায় আমেরিকায় ৬ লাখ ৩১ হাজার ৮৭৯ জনের মৃত্যু

0
31

আন্তর্জাতিক ডেস্ক

সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এক্ষেত্রে আমেরিকার অবস্থা ভয়াবহ।

শুরু থেকে করোনায় আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৩ লাখ ১ হাজার ৭৪৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ৮৭৯ জন।

বৃহস্পতিবার আমেরিকায় করোনায় মারা গেছেন ৫৫৯ জন। শনাক্ত হয়েছেন ১,২০,৯৪৫ জন।

করোনায় আর যদি মাত্র ৪৩ হাজার মানুষ আমেরিকায় মারা যায়, তাহলে আমেরিকানদের জন্যে সর্বকালের মৃত্যুর রেকর্ড অতিক্রম করবে ওই দিন।

করোনায় আমেরিকয় মৃত্যুর যে হার বর্তমানে বিরাজ করছে এটির লাগামা টেনে নিয়ন্ত্রনণ আনা না গেলে আর মাত্র ৭৮ দিন পরেই দেখা মিলবে সেই দিনের।

কারন আমেরিকায় স্পেনিস ফ্লুতে মৃত্যু হয়েছিল ৬,৭৫,০০০ মানুষ ১৯১৮ সালে। এই সংখ্যাটিই ছিল আমেরিকায় সর্বোচ্চ মৃত্যুর পেনডামিক।

উল্লেখ্য, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজার ৩৮১ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৮৭৯ জন আমেরিকান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here