নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে দেশে আরো ১৩২ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৮৩ রোগী। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে। এ পর্যন্ত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭৭৮।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৩০০১২ নমুন পরীক্ষায় ৮৪৮৩ জনের শরীরে করোনা পাওয়া যায়। শনাক্তের হার ছিল ২৮.২৭।
এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯৩০০৪২। দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ৮৮২২।