করোনায় মৃত্যু ১৭ শনাক্ত ১৫,৫২৭ জন

    0
    5

    নিজস্ব প্রতিবেদক
    বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৫ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এর আগে গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) করোনায় ১৮ জনের মৃত্যু হয়। আর ১৬ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়। করোনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ৩২. ৪০ শতাংশ।

    নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে।

    উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here