করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮২, খুলনায়ই ৩২

0
6

নিজস্ব প্রতিবেদক
এ পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে করোনায় শনাক্ত ও মৃত্যুহার উদ্বেগজনক হারে বেড়েছে। মাত্র দুই সপ্তাহে নমুনা সংগ্রহের হার বেড়েছে ২২ শতাংশ। শনাক্তের হার বেড়েছে ৫৫ শতাংশ। এই সময়ে শনাক্ত রোগীর মৃত্যুহার বেড়েছে ৪৬ শতাংশ। শনাক্ত ও মৃত্যুর হার এভাবে বাড়তে থাকলে দেশের করোনা পরিস্থিতি আশঙ্কাজনকভাবে অবনতি ঘটতে পারে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছেন ৩২ জন। করোনা শনাক্তের পর এটাই একদিনে এ বিভাগে সর্বোচ্চ মৃত্যু।

সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮। ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৩ হাজার ৬৪১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৭ জন।

এ নিয়ে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here