নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু ও ৮ হাজার ১৩৬ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় গত ৫ আগস্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭০৭ টি সক্রিয় ল্যাবে ৪২ হাজার ৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ ফলাফল আসে ১০ হাজার ২৯৯ টির। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ।
এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ১০৫ জন। আর চট্টগ্রাম বিভাগে ৫৯, রাজশাহীতে ১২, খুলনায় ৩০, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ ও ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।