করোনায় ৪১ জনের মৃত্যু, সনাক্ত ১,৭৬৫

0
7

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ৪১ জনের মৃত্যু হয়েছে। ২৩ দিনের মধ্যে এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে সর্বশেষ এক দিনে এর চেয়ে বেশি ৫৬ জনের মৃত্যুর তথ্য ছিল গত ৯ মে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু হয়। করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৭১০ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জন, মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৬০ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here