করোনায় ৪৪ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক শনাক্ত ভারতে

0
3

আন্তর্জাতিক ডেস্ক
ভারতে ফের দুই লাখের নীচে নেমেছে দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। ৪৪ দিন পর ভারতের দৈনিক সংক্রমণ এতটা কম হয়েছে। পাশাপাশি দৈনিক মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় রয়েছে কম। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে তিন হাজার ৬৬০ জনের। শুক্রবার (২৮ মে) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত দু’সপ্তাহ ধরে ভারতে যত লোক রোজ কোভিডে আক্রান্ত হয়েছেন তার থেকে বেশি রোগী রোজ সুস্থ হয়ে উঠছেন। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। দু’সপ্তাহ আগে দেশটিতে সক্রিয় রোগী ছিল ৩৭ লক্ষের বেশি। এখন তা কমে হয়েছে ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২ জন। এর সঙ্গে সংক্রমণের হারও আগের তুলনায় কমেছে। গত চারদিন সেখানে সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের নীচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here