নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনের পর্যটন ইউনিয়ন কুকরি মুকরিতে ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ-অসহায় নারীদের মাঝে শাড়ি ও সাইলো বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এসব শাড়ি বিতরণ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করেন কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন। এ সময় কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে সাইলো বিতরণ করেন ।