নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসনের পর্যটন দ্বীপ কুকরি-মুকরিতে মাস্ক বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।
শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীসহ পথচারীদের মাঝে করোনায় সচেতনতার অংশ হিসেবে এসব মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেন তিনি।
এসময় আবুল হাসেম মহাজন বলেন, মহামারি কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে সচেতন করতে এলাকার বাজারঘাটে এ মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর তাই মহামারির এ সময়ে সরকারের স্বাস্থ্য সেবার নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। প্রযোজনে এক সাথে দু’টি মাস্ক ব্যবহার করতে হবে।