বিনোদন ডেস্ক
ছোট পর্দার অভিনেতা হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন জিয়াউল ফারুক অপূর্ব। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিউ এর দিক থেকে কোটির ক্লাবে আছে তার অভিনীত ২০টি নাটক।
অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজ অঙ্গনে প্রবেশের পর থেকেই তার সম্ভাবনা ছিল সেরা অভিনেতা হওয়ার। সেটারই যেন বাস্তবায়ন হলো নাটকে দর্শক ভিউয়ে ইতিহাস সৃষ্টির মাধ্যমে।
বাংলাদেশের নাটকে ভিউয়ের যুগে প্রথম অপূর্ব অভিনীত নাটকই কোটির ঘর স্পর্শ করে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি প্রথম কোটির ঘর স্পর্শ করে। এভাবে বিগত বেশ কয়েক বছরে তারই অভিনীত দশ’টি নাটক প্রথম কোটির ঘর স্পর্শ করে। ‘বড় ছেলে’ই প্রথম দুই কোটি পরবর্তীতে তিন কোটির ঘর স্পর্শ করে। আবার সাম্প্রতিক সময়ে তারই অভিনীত বিশটি নাটক কোটির ঘর স্পর্শ করেছে। এ নিয়ে অপূর্ব ভক্তদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বেশ উচ্ছাস কাজ করছে।
অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’, ‘বিনি সুতোর টান’, ‘অবুঝ দিনের গল্প’, ‘দ্য পারফেক্ট ম্যান’, ‘ফার্স্ট লাভ’ , ‘মিস্টার অ্যাণ্ড মিসেস চাপাবাজ’, ‘ব্যাচ টুয়েন্টি সেভেন লাস্ট পেজ’, ‘গোলাপী কামিজ’,‘ যদি তুমি জানতে’, ‘তোমার অপেক্ষায়’, ‘পার্টনার’, ‘শুধু তুমি’, ‘ভালোবাসি তুমি আমি’,‘ ক্যাণ্ডি ক্র্যাশ’, ‘শেষ পর্যন্ত’,‘ জীবন’, ‘হঠাৎ দেখা’, ‘প্রেম ছবি’, ‘এক্সচেঞ্জ’।
বিভিন্ন নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মিথিলা, মম, সারিকা সাবরিন, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর।