খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে ফখরুলের অশেষ দোয়া

0
3

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরার পর তার জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ দোয়া করেছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুন) রাত সাড়ে আটটা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়া বাসায় প্রবেশের পর তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের ১৮ কোটি মানুষের সবচেয়ে আস্থার স্থল, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক প্রায় দুই মাস করোনা আক্রান্ত হয়ে, করোনা পরবর্তী সমস্যা এবং আরও কতগুলো সমস্যা, যা তার আগে থেকেই আছে, সেসবের চিকিৎসা করে আপাতত বাসায় ফিরেছেন। তার জন্য আল্লাহর কাছে অশেষ দোয়া।

এ সময় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ডাক্তার এফ এম সিদ্দিকী, ডা এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here