আন্তর্জাতিক ডেস্ক
কয়েক বছর ধরেই তুরস্কের গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রেখেছে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকার। এবার তারা তুরস্কের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে।
গত সপ্তাহে, তুরস্কে প্রচারের জন্য ভয়েস অব আমেরিকা, ডয়েচে ভেলে ও ইউরোপভিত্তিক বেশ কিছু গণমাধ্যমকে লাইসেন্স করার নির্দেশনা দিয়েছে দেশটির রেডিও এন্ড টেলভশন সুপ্রিম কাউন্সিল (আরটিইউকে)। এ জন্য গণমাধ্যমগুলোকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিলো।
নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যদি কেও লাইসেন্সের আবেদন না করে তাহলে তাদের তুরস্কে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এই অধিকার আমাদের আছে। লাইসেন্স না থাকলে কেও প্রচারণা করতে পারবে না।