বিনোদন প্রতিবেদক
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর গরু পাচার কাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ বুধবার তাঁকে তলব করে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির একটি সূত্র।
নোটিশে কলকাতার নিজাম প্যালেস সিবিআইয়ের দপ্তরে ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় দেবকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী ও একজন আইনজীবীকেও আজ তলব করা হয়েছে।
দেবের পুরো নাম দীপক অধিকারী। তিনি রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সংসদীয় আসনের সাংসদ। সিবিআইয়ের নোটিশের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত পথে প্রচুর গরু পাচার হয়। পাচার কাণ্ডে জড়িত হিসেবে মূল সন্দেহভাজন এনামুল হকের বিরুদ্ধে মামলা করে সিবিআই। পরে তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থাটি। গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান এনামুল।
শুধু এনামুলই না, পাচারে জড়িত থাকার অভিযোগে গত ১৭ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্তে সিবিআই জেরা করেছে সীমান্ত এলাকার রাজনৈতিক নেতা, পুলিশসহ নানা স্তরের লোকজনকে।