গায়ানায় বাংলাদেশের দাপুটে জয়

0
16

ক্রীড়া প্রতিবেদক
উত্তর আটলান্টিকের উপকূলীয় কাউন্টি দক্ষিণ আফ্রিকার গায়ানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা।

লক্ষ্যটা খুব বেশি নয়। ৪১ ওভারে করতে হবে ১৫০ রান। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে একটিবারের জন্যও পথ হারায়নি ব্যাটাররা। দলীয় ৯ রানের সময় মাত্র ১ রান করে লিটন দাস ফিরে গেলেও তা কোনো চাপ সৃষ্টি করেনি। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন।

তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ে তোলেন তামিম ইকবাল। ৪০ রানের জুটি দাঁড়িয়ে যায়। দুর্দান্ত খেলছিলেন ওয়ানডে অধিনায়ক। ঠিক তখনই রান আউটের ফাঁদে পড়েন তামিম। তার আগে খেলেন ২৫ বলে ৩৩ রানের ইনিংস। এরপর ক্রিজে নামেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। শান্তর সঙ্গে তিনিও দাঁড়িয়ে যান।

তাদের জুটি থেকে আসে ৪৯ রান। দলীয় ৯৮ রানের সময় আউট হন শান্ত। তার আগে খেলেন ৪৬ বলে ৩৭ রানের কার্যকরী ইনিংস।

শেষ পর্যন্ত ৫৫ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ ও সোহান ২০ রানে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আকিল হোসাইন, নিকোলাস পুরান ও মোতি একটি করে উইকেট নেন। অন্যটি রানআউট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here