নিজস্ব প্রতিবেদক
বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৪৮ ঘণ্টা রিলে সাইক্লিং করে ১ হাজার ৬০০ কিলোমিটার অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে একটি এমেচার সাইক্লিং টিম। টিমবিডিসি নামের বাংলাদেশের এমেচার সাইক্লিং টিম এ রেকর্ড অর্জন করে। গত ১০ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে এই বিশ্বরেকর্ড করার ইভেন্ট অনুষ্ঠিত হয়।
টিমবিডিসি সাইক্লিং টিমের সদস্য দ্রাবিড়, তানভীর, রাকিবুল ও আলাউদ্দিন এই বিশ্বরেকর্ডে অংশ নেন।
৪৮ ঘণ্টার ছয়টি ক্যামেরার ভিডিও ফুটেজ, ১৩ জনের সাক্ষীর দেয়া প্রমাণপত্র, সার্ভেয়ারের দেয়ার রিপোর্ট, অজস্র ছবি, জিপিএস-এ রাইডের ডাটা এবং আরও অনেক কিছুকে একসঙ্গে করে গিনেজ কর্তৃপক্ষ ৭ জানুয়ারী শুক্রবার তাদের সিদ্ধান্ত জানায়।
আর সেই সিদ্ধান্ত অনুযায়ী, ৪৮ ঘণ্টায় রিলে সাইক্লিং করে সবচাইতে বেশি দূরত্ব পার হওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি অর্জন করে বাংলাদেশ। ১৬৭০.৩ কিমি দূরত্ব, ৪৮ ঘণ্টায় ৩৪.৮কিমি/ঘণ্টা এভারেজ স্পিডে শেষ করার কারণে টিমবিডিসি এবং বাংলাদেশ এই রেকর্ডটি পেয়েছে।