চকরিয়ায় মাইক্রোবাস ডোবায় পড়ে নিহত ৭

0
10

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস রাস্তার পাশের ডোবায় পড়ে সাত যাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার কাজে নিয়োজিত চকরিয়া থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের একজন ঘটনাস্থলে এবং বাকি ছয় জন হাসপাতালে নেয়ার পর মারা যান। তবে, হতাহতদের পরিচয় তৎক্ষণাৎ নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী প্রাইভেট মাইক্রোবাসটি ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে ডোবায় পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন।

খবর পেয়ে চকরিয়া থানার একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু ডুবে যাওয়া গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টার পর তাদের বের করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকিদের আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ছয় জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here