চরফ্যাশনের বুদ্ধিজীবী আমিনুল সরমানের ইন্তিকাল

0
113

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন জজ কোর্টের সরকারী প্রসিকিউটর ( জিপি) ও চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি আলহাজ মাওলানা এডভোকেট আমিনুল ইসলাম সরমান ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় ঢাকার মিরপরে ডেল্টা হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। তিনি গত ৮ মাস যাবৎ লিভার জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও ৫ পুত্র সন্তান রেখে গেছেন।

৬৪ বছর বয়সী এডভোকেট আমিনুল ইসলাম সরমানের মৃত্যুতে চরফ্যাশনের আরো একটি আলোর প্রদীপ নিভে গেলো।

শিক্ষানুরাগী, সদালাপী, মিশুক, জনদরদী ও সমাজসেবী এডভোকেট আমিনুল ইসলাম সরমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও চরফ্য্যাশন আওয়ামী লীগ, জমিয়াতুল মোদার্রেছিন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি এডভোকেট আমিনুল ইসলাম সরমানের মৃত্যুতে গাভীর শোক ও দু:খ প্রকাশ করেছে।

এডভোকেট আমিনুল ইসলাম সরমান এর বড় ছেলে পুলিশ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম তারেক জানান, তার বাবার লাশ আজ বেলা ১ টায় ঢাকা থেকে চরফ্যাশনের উদ্দেশ্য নিয়ে তারা রওয়ানা দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় চরফ্যাশন ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং চরমাদ্রাজে নিজ বাড়ির সামনে মাদ্রাসা ময়দানে সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে বাবাকে তার দাদির পাশে পারিবাকি কবরস্তানে দাফন করা হবে।

আমিনুল ইসলাম সরমান নিজ বাড়ীর দরজায় প্রতিষ্ঠিত চরমাদ্রাজ ফাজিল মাদ্রাসায় লেখা পড়া শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনসহ দুটি বিষয় মাস্টার্স ডিগ্রী অজর্নন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র আমিনুল সরমান এ ছাড়াও ভোলা বারের সাবেক সাধারণ সম্পাদক, চরমাদ্রাজ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, চরফ্যাশন জজ কোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে চরফ্যাশনর, তথা ভোলা জেলার এক রাজকীয় জীবনের অবসান হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here