নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (২৬ মার্চ) রাত আড়াইটার দিকে চরফ্যাসন বাজারের শরীফপাড়া ইয়াকুব মিয়ার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে ইয়াকুব মিয়ার মার্কেটের একটি স্টিলের দোকানে থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে প্রথমে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরবর্তীতে লালমোহনের ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দিয়ে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ওই মার্কেটের ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে দুইটি মেশিনারী, তিনটি স্টিলের, দুইটি ইলেকট্রনিক্স, একটি গ্লাসের, একটি লন্ড্রির, দুইটি লেপ-তোষক ও দুইটি মুদি দোকান।
চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী জানান, অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে রববিার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।