চরফ্যাশনে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0
2

নিজস্ব প্রতিবেদক
আনন্দমুখর পরিবেশে চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে বেলা ১টায় নির্বাচন শেষ হয়।

শনিবার (২ এপ্রিল) চরফ্যাসন আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি হিসাবে এ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি হিসেবে এ্যাডভোকেট রমিজ উদ্দিন ১৪ ভোট ও সহ-সম্পাদক পদে এ্যাডভোকেট এ এইচ এম জাবেদ করিম সর্বোচ্চ ২০ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে, ধর্ম, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে আশ্রাফ আলী নিরব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাহী সদস্য পদে যথাক্রমে, এ্যাডভোকেট লিয়াকত আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), এ্যাডভোকেট ছালেহ উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট রাস বিহারি দে। তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামী ১ বছরের জন্য চরফ্যসন আইনজীবী সমিতির ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here