নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে জব্দ করা চাল আত্মসাতের পর তা ফেরত দিয়ে গেছেন বাউফল উপজেলা খাদ্য কর্মকর্তা কমল দে। ওই চাল সম্প্রতি ফেরত দিয়ে গেছেন বলে গত মঙ্গলবার শশীভূষণ খাদ্য গুদাম কর্মকর্তা ইসরাত জাহান মনা এতথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কমল দে শশীভূষণ খাদ্য গুদামের কর্মকর্তা থাকা কালীন ২০২০ সনের ২২ অক্টোবর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জনৈক সেলিমের ঘর থেকে ১২শ কেজি (৪০ মন)) চাল জব্দ করে তার জিম্মায় রাখেন। কমল দে বাউফল উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে যাওয়ার সময় যোগদানকারী কর্মকর্তাকে সরকারি চাল বুঝিয়ে দিলেও জব্দকৃত ওই চাল আত্মসাত করেন। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
শশীভূষণ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জাহান মনা জানান, সংবাদ প্রকাশের পর কমল দে ১২ শ কেজি চাল তাকে দিয়ে গেছেন।