নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশনে আমজাদ হোসেন শাহীন নামের এক ইউপি সদস্য পদপ্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ জুন) সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। সে চর মাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, চর মাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন শাহীন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ট্রাক সহযোগে মিছিল করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে জানা গেছে।