নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে সদরে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানাপুলিশ।
সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮ টায় চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৫নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সড়ক থেকে ১০ পিস ইয়াবাসহ স্থানীয় শ্রীরাম দেবনাথের ছেলে রিপন দেবনাথকে আটক করা হয়। রিপন স্থানীয় একটি জুয়েলার্সের দোকানে চাকুরী করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
ওসি তদন্ত রিপন কুমার জানান, মাদক আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।