নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন ও এসব কর্মসূচীতে যোগদান উপলক্ষ্য রোববার ব্যাস্ততম দিন অতিবাহিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এই দিনে তিনি চরফ্যাশন উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগষ্টের শহীদদের স্মরনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া চরফ্যাসন ও মনপুরার ৩০টি এতিমখানায় খাবার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিনি স্থানীয় খাসমহল মসজিদ এতিম খানায় দোয়া মোনাজাতেও অংশ নেন।
সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফ্যাশন স্কয়ারে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ফুলেল শুভেচ্ছা জানানো চরফ্যাসনে নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আল নোমান ও নবাগত সহকারি কমিশনার (ভূমি) ।