চরফ্যাশনে কর্মকুটির পরিবারের বিনামূল্যে স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ

0
40

নিজস্ব প্রতিবেদক
.
চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত, অসহায়, ছিন্নমূল, বয়স্ক নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্য সেবামুলক ঔষধ ও পুষ্টি খাদ্য জাতীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে কর্মকুটির পরিবার।

২০ আগস্ট (শুক্রবার) বেলা ১১ টায় চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে অনুদান ভিত্তিক সেবামুলক কর্মসূচির আওতায় কর্মকুটির ও কর্মকুটির নারী উন্নয়ন সংস্থা, ভোলা এই বিতরণ কর্মসূচী বাস্তবায়ণ করে।

কর্মকুটির’র মহাসচিব আনজামুল আলম মুনীর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান রাহুল। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম সালাউদ্দিন আহমেদ।


অনুষ্ঠানটির কার্যক্রম তদারকি ও বাস্তবায়ন করেন কর্মকুটির’র মহাসচিব ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনজামুল আলম মুনীর, কর্মকুটির নারী উন্নয়ন সংস্থার সভানেত্রি সালমা মুন্নি, কর্মকুটির এর আঞ্চলিক সমন্বয়কারী শাহ কামরুজ্জামান, কর্মকুটির নারী উন্নয়ন সংস্থার সিনিয়র সমন্বয়কারী প্রকৌশলী শামসুন্নাহার শিউলি ও তাঁদের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
.
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য সেবা বিষয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি আল-নোমান রাহুল এবং উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শোভন বসাক এর মনোনীত প্রতিনিধি এম ছালাউদ্দিন আহমেদ উপকার ভোগীদের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি সামগ্রী বিতরন করেন।
.
অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্মকুটির’র মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here