চরফ্যাশনে ট্রলার ডুবির দু’দিন পর ছেলের লাশ উদ্ধার, মা নিখোঁজ

0
3

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসন উপজেলার চর পাতিলা সংলগ্ন মেঘনায় ট্রলার ডুবির দুইদিন পর নিখোঁজ মা-ছেলের মধ্যে ছেলে স্বপনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টেবর) সকাল সাড়ে সাতটায় চর পাতিলার দক্ষিণে বয়ার চরে বসবাসরত স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চর মানিকা কোষ্টগার্ড লাশ উদ্ধার করে।

এদিকে নিখোঁজের একদিন পর চরফ্যাশন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে প্রবল স্রোতের কারনে উদ্ধারে অভিযান সমাপ্ত করেন।

চর মানিকা কোষ্টগার্ড কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, নিখোঁজদের সন্ধানের জন্য বয়ার চরের স্থানীয়দের কাছে ফোন নম্বর দিয়ে আসি। আজ সকালে সেখানে একজন যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানায়। খবর পেয়ে কোষ্টগার্ডের একটি দল ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে আসে। পরে দক্ষিণ আইচা থানা পুলিশের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের গ্রামের বাড়ি মুজিবনগর ইউনিয়নে দাফন করা হবে পরিবারের লোকজন জানায়।

উল্লেখ্য, রোববার (১৭ অক্টোবর) চর পাতিলা থেকে সবজি বোঝাই একটি ট্রলার ৯ যাত্রী নিয়ে চর কচ্ছপিয়া আসার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here