নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে মঙ্গলবার দুপুরের পর ট্রলি মেরামত কালে ওই ট্রলির নিচে চাপা পড়ে রিপন (২৮) নামের এক চালক নিহত হয়েছেন। রিপন জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকার মতলব হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক রিপন চরফ্যাশন বাজার পুরাতন বাসষ্টান্ড এলাকায় নিজ ট্রলি মেরামত করতে ওই ট্রলির নিচে ঢোকেন। এসময় ঝগ পিছলে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনা স্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠান। পথিমধ্যে তার মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ওসি মো.মনির হোসেন মিয়া জানান, রিপন নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।