নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫আগস্ট) রাত ৯টায় চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির হলরুমে এ পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশন এর সভাপতি মোসলেহ উদ্দিন মুন্সি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী, বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, এসাসিয়েশনের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম উপদেষ্টা সদস্য মোঃ মোসলেহ উদ্দিন মিয়া।
মোঃ আবু নাছের ইস্পাহানি’র সঞ্চালনায় ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এর নবগঠিত কমিটির সদস্যদের উদ্দ্যেশ্যে বক্তারা বলেন, চরফ্যাশন উপজেলায় প্রত্যেক ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটরগণ ক্রেতাসহ সকল ব্যবসায়ীর সঙ্গে সৎভাবে ব্যবসা করলে সাংগঠনিকভাবে প্রত্যেকের মর্যাদা বৃদ্ধি পাবে। এছাড়াও প্রত্যেক সংগঠন যদি ঐক্যবদ্ধভাবে সকল ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটরগণের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে তাহলে সম্মানের সাথে দেশের সকল যায়গায় ব্যবসা করে নিজেদের লক্ষ্যে পৌছানো সহজ হয়ে যাবে। বক্তারা আরও বলেন,পদ পদবির পিছনে না দৌড়ে উদার মানষিকতা নিয়ে ছোট বড়ো ও ক্ষুদ্র ব্যবসাী ও ক্রেতাদের সাথে নিয়ে ব্যবসার মধ্য দিয়েই দায়িত্ব পালন করতে হবে।
পরে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের সফথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী।
উল্লেখ্য, মোসলেহ উদ্দিন মুন্সিকে সভাপতি ও ইরফান ভূইঁয়াকে সাধারণ সম্পাদক এবং মো.সাইফুল ইসলাম,শফিকুল ইসলাম রিপন, এনামুল তালুকদার,আবদুল মন্নানকে সহ-সভাপতি, সালাহউদ্দিন লিটন, হাসান মোল্লা,শওকত হোসেন,ইব্রাহিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, ফিরোজ কবির,নজরুল ইসলাম মঞ্জু,রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ, দফতর সম্পাদক আবির ভূইঁয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম সোহাগ সাঝীসহ মাহে আলম,জুয়েল,জসিম মাদ্রাজি নুরে আলমকে নির্বাহী সদস্য করে গত ২৩ আগস্ট চরফ্যাশন উপজেলা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এর একটি কমিটি ঘোষণা করা হয়।