নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনের দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের দুই সন্তানের জননী ফহিমা বেগম (৩০) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুরে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাবার বসত ঘরের আড়াঁর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে দুলারহাট থানা পুলিশ। নিহত গৃহবধু একই গ্রামের বাকপ্রতিবন্ধী শাহাবুদ্দিনের স্ত্রী।
জানা যায়, নিহতের স্বামী বাকপ্রতিবন্ধী শাহাবুদ্দিন পেশায় জেলে। ১২ বছর আগে পরিবারিক ভাবে তাদের বিয়ে হয়। গত মাসে তাদের ৮ বছরের শিশু কন্যা পানিতে পরে মারা যায়। শিশু কন্যার মৃত্যুর শোকে তিনি মানুসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। বাবার বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিলো।
ঘটনার দিন দুপুরে তিনি পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন।