নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরফ্যাসন পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ, গরীব ও অসহায় মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
গতকাল রবিবার উপজেলার ইউনিয়নে ইউনিয়নে ঘুরে ঘুরে তার নিজস্ব তহবিল থেকে এসব শাড়ি বিতরণ করেন তিনি।
এসময় তার সাথে উপস্হিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ।
চরমাদ্রাজ ইউনিয়নে দুঃস্থ, গরীব ও অসহায় মহিলাদের মাঝে শাড়ী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন চরমাদ্রাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক জমাদার, সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দিন জসিম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হাই প্রমুখ।