নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বিষয়ক মেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে গতকাল সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত সেমিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে সহকারি কমিশনার রিপন বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক এবং ডা. নুর মোহাম্মদ তালুকদার বক্তব্য রাখেন। সংবাদকর্মী এম আমির হোসেন, মিজানুর রহমান নয়ন, নোমান সিকদার ও নুরুল্লা ভুইয়া এতে উপস্থিত ছিলেন ।
বক্তারা ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সর্ম্পকে খোলা মেলা আলোচনা করেন। এবং এবিষয়ে গণসচেতনতা সৃষ্টির জন্য সকলকে অনুরোধ জানান।