চরফ্যাশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুত ও গ্রাহক হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন

0
141

নিজস্ব প্রতিবেদক
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করণ, ভৌতিক মিটার বিলের বিড়ম্বনা, গ্রাহক হয়রানীসহ বিদ্যুৎ ভিাগের অনিয়মের প্রতিবাদে চরফ্যাশনে মানবন্ধন কর্মসূচী পালন করেছে ভোলা জেলা নাগরিক ফোরাম দক্ষিণ ।

বুধবার চরফ্যাশন সদর রোডে এই কর্মসূচী পালিত হয়।

এসময় স্বেচ্ছ্বাসেবী সংগঠন চিলেকোঠা, শান্তি সমাজকল্যাণ সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবী সমিতি এবং বাজার ব্যাবসায়িবৃন্দ এই মানববন্ধণন অংশ গ্রহণ করেন।

ভোলা জেলা নগরিক ফোরাম দক্ষিণের সভাপতি এম আবু সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মনির উদ্দনি চাষী, সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াসির আরাফাত ও পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, উপজেলা জলবায়ু ফোরামের সহ-সভাপতি মনির আসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চরফ্যাশনে বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও স্বেচ্ছ্বারিতায় গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছে, এছাড়াও বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মিটার চেক না করে ভৌতিক বিলসহ অনলিমিটেড লোডশেডিংয়ের মাধ্যমে জনগণকে হয়রানী করে আসছে।

বক্তারা অবিলম্বে গ্রাহক হয়রানী বন্ধ করে চরফ্যাশনে জাতীয় গ্রীড থকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here