মনির উদ্দিন চাষী
চরফ্যাশনের শরীফ পাড়ায় যাত্রা শুরু করলো প্যারাডইস নামে আরো একটি আধুনিক জেনারেল হাসপাতাল।
রোববার বেলা সাড়ে ১১ টায় মানুষের মৌলি-মানবিক চাহিদা চিকিৎসা সেবা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করে এই প্যারাডাইস জেনারেল হাসপাতাল লিমিটেডের ফিতা কেটে উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: মোরশেদ, চর মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদারসহ হাসপাতালের পরিচালকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হাসপাতালের ফলক উম্মোচন করে দোয়া মোনাজাত করা হয়, কেক কাটা হয়। এসময় হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
হাসপাতালের পরিচালকবৃন্দ জানান, আধুনিক এই হাসপাতালে সিটি স্ক্যান ও পূর্ণাঙ্গ ডিজিটাল এক্সরেসহ সব ধরণের চিকিৎসা সেবা পাওয়া যাবে। একই সাথে আধুনিক সেবা পাবেন রোগীরা কম খরচে।