চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৫

0
37

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে দোকানঘরে হামলা হয়েছে, এতে ৫ জন আহত হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দফায় দফায় এসব হামলা করা হয়। এসময় মাহাবুব, জসিম উদ্দিন, রিপা, শিশু তানজিল ও পারভীন বেগমসহ ৫ জন আহত হয়েছেন।

জানা যায়, হামলাকারীরা দফায় দফায় হামলা ও মারধর করে দোকান মালিককে বের করে দিয়ে দোকানাটি দখল নিয়ে মালামাল লুট করে। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শশীভূষণ থানার ওসি জানান, জবর দখলকারীদের দোকান থেকে বের করে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আপাতত: দোকানটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here