নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে মাদকাসহ আটক দুই আসামীকে বুধবার (২০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হলেন, দুলারহাটের চর যমুনা গ্রামের আল হেলালের ছেলে আহাদ ও ইউসুফ সাঝির ছেলে মাহিন ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার রাতে দুলারহাটের চর তোফাজ্জলে ৪নং ওয়ার্ড্এর বাজার থেকে ৮ গ্রাম গাজাসহ এদেরকে গ্রেফতার করে দুলারহাট থানা পুলিশ।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন জানান, দুই কিশোরকে ৮গ্রাম গাঁজাসহ আটকের পর মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।