নিজস্ব প্রতিবেদক
মৎস্য সম্পদ সংরক্ষণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এরই প্রেক্ষিতে সারাদেশের ন্যায় চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ও ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুইসগেট মৎস্য ঘাটে জেলে ও মৎস্য ব্যবসায়ী এবং সংশ্লীষ্ট শ্রমীকদের নিয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে নীলকমোল ইউনিয়নের বাংলাবাজার মৎস্যঘাটেও একই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ ক্রয়-বিক্রয় পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও সভায় আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, দুলারহাট থানা অফিসার ইনচার্জ মোরাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।