নিজস্ব প্রতিবেদক
আজ ১৪ ডিসেম্বর সকাল ৭ টায় চরফ্যাশন টিবি স্কুল সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, উপজেলা নির্বাহীঅফিসার আল নোমান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, মো: হোসেন চেয়ারম্যান, প্রমুখ।
দিবসটি উপলক্ষে উপজেলা মিলনায়তনে বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনায় আংশ নিয়ে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে যে বর্বরোচিত হত্যাকান্ড সংগঠিত করে ছিল তার ক্ষত বাংলার মানুষের মন থেকে কখনো মুছা যাবেনা।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, নুরুলইসলাম ভিপি, আধ্যাপক জামাল উদ্দিন মহাজন, আধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, মুক্তিযুদ্ধা আবুল হাসেম, আব্দুল অদুদ মাস্টার, উনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ভূমি ।