নিজস্ব প্রতিবেদক
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধনী’ জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্যে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ নভেম্বর) চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা তথ্য অফিসের সহযোগিতা ও চরফ্যাশন উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, মেয়র মো: মোরশেদ, চরফ্যাশন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সাদেক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।