নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মাঝিসহ ১৮ জেলে নিখোঁজের ১ দিন পর সাগর মোহনায় দ্বীপ ইউনিয়ন ঢালচর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
জানা যায়, চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মাইনুদ্দিন ঘাট এলাকার এফভি মা জননী ট্রলারটি মঙ্গলবার রাতে গভীর সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তলা ফেটে যায়।
এসময় প্রবল ঝড়ে ট্রলারে থাকা সকলেই ছিটকে পড়ে নিখোঁজ হন। অনেকক্ষন তারা সাতরে বিধ্বস্হ ট্রলার ধরে রাতদিন ভাসতে থাকেন।
বুধবার বিকালে সাগরের ঢেউয়ের সাথে সাথে তারা সাগরতীরবর্তী দ্বীপ ইউনিয়নে ঢালচর ইউণিয়নের সাগর মোহনায় পৌঁছালে উৎসুক জনতা তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মহিউদ্দিন মাঝি (৩৫), হাবিবুল্লাহ (৪৫), মোসলে উদ্দিন মুসা (৩৮), নুর নবী (৪০), মো.আজাদ হোসেন (২৮), মো.শাহাজান মুন্সি (৩৭) রুবেল (১৮), দুলাল (৪৫), ওবায়েদুল হক (৫৫), মো.শাহাজান (৬২) আবদুল মুনাফ (৩৭), আলমগীর হোসেন (৩৫), জাকির হোসেন (২৫) ফরিদ উদ্দিন মুন্সি (৬০) বেলায়েত হোসেন (৫৫), জসিম উদ্দিন (৩৫), দৌলতখান উপজেলার মনজু (৪৫) অজ্ঞাত আরও ১জন।
হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সেলিম হাওলাদার বলেন, নিখোঁজ মহিউদ্দিন মাঝির ছোট ভাই খলিল মুঠোফোনে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ জেলেদের খবর জানান। ট্রলার ডুবির ১দিন পর ঢালচর সাগর মোহনায় ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করা হয়।
তিনি জানান, ঝড়ের কবলে পড়ে জেলেরা বিধ্বস্ত ট্রলার আকড়ে ধরে। পরে সাগরের প্রচন্ড ঢেউয়ে ভাসতে ভাসতে চলে আসে ঢালচর সাগর তীরবর্তী এলাকায়।