চরফ্যাশনে সাটডাউনে ১২ জনকে জরিমানা-কারাদণ্ড

0
4

নিজস্ব প্রতিবেদক
সাটডাউন চলাকালে শুক্রবার (২ জুলাই) কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১১ জনকে জরিমানা ও একজনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন চরফ্যাশনের ভ্রাম্যমান আদালত।

চরফ্যাশন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ জরুরি পরিসেবার বাইরে পিক-আপ, ট্রাক, সেলুন ও মাস্ক বিহীন বিনা প্রয়োজনে চলাচলকারী এসব ব্যাক্তিকে জরিমানা ও কারাদন্ড দেয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস গণমাধ্যমকে জানান, লকডাউন চলাকালীন বিধি নিষেধ অমান্য করে সেলুন খোলা রাখায় পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দা সুমন চন্দ্র নামের একজনকে ৩দিনের কারাদণ্ড ও ১১ ব্যাক্তিকে ৭টি মামলায় ১৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশের ন্যায় চরফ্যাশনে ৭দিনের সাটডাউন ও কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন পৌর শহরসহ ২১টি ইউনিয়নে পুলিশের টহল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here