চরফ্যাশনে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব মেজবাহ

0
8

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন চরফ্যাশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও মায়ের নামে প্রতিষ্ঠিত ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে চরফ্যাশন উপজেলায় উন্নয়ন কাজ পরিদর্শন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

মঙ্গলবার সকালে অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন চরফ্যাশন উপজেলার শশীভূষন, রসুলপুর ইউনিয়নে ছাবেরা ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

এছাড়া তিনি বাশির দোন বাজার হতে ভাষাণ চর ক্লোজার হয়ে ফরাজির হাট রাস্তার ৪৮ মি: আরসিসি ব্রীজ, কুতুবগঞ্জ বাজার রোড হতে পশ্চিম দিকে কাশেমগঞ্জ বাজার ইউপি রোড উন্নয়ন, দক্ষিণ আইচা ছাবেরা খাতুন স্কুল, জিওবি রক্ষণাবেক্ষনের কাজসহ চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পর পরিচালক প্রকৌশলী মমিন মজিবল হক সমাজী, এলজিইডি ভোলার নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম কিষাণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here