নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সোমবার ভোরে প্রাণ গেল মোঃ স্বপন (১৭) নামের এক কিশোরের। এছাড়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরিফ (১৬) ও রাকিব (১৭) আরো দুই কিশোর। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত স্বপন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর মাঝির ছেলে। জাহানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র।
নিহতের স্বজনরা জানায়, জাহানপুর থেকে রোববার রাত সাড়ে ৮ টার সময় মোটর সাইকেল নিয়ে তিন বন্ধু স্বপন, আরিফ ও রাকিব বেতুয়া নদীর পাড়ে ঘুরতে রওয়ানা দেন। পথিমধ্যে চরমাদ্রাজ ইউনিয়নের কেরামগঞ্জ বাজার এলাকার চৌমুহনীর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাথরের তৈরি ব্লকের সাথে ধাক্কা লেগে আহত হন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে স্বপনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে সোমবার ভোরে মারা যান স্বপন।