চরফ্যাশনে ৪ সাংবাদিককে সংবর্ধিত করেছে উপজেলা প্রশাসন
চরফ্যাশন অফিস
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় দৈনিকের ৪ সাংবাদিককে সংবর্ধিত করেছেন চরফ্যাশন উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভা কক্ষে আয়োজিত আইন শৃংঙ্খলা কমিটির বিশেষ সভায় সংবর্ধিত চার সাংবাদিক হলেন যুগান্তর চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি আমির হোসেন, ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, সমকাল প্রতিনিধি নোমান সিকদার ও কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার। উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান সংবর্ধিত সংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ পত্র এবং উপজেলা প্রশাসনের লগো সম্বলিত মগ তুলে দেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি আবু আবদুল্যাহ খাঁন, পৌর মেয়র মো. মোরশেদ, প্রেস ক্লাবের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ৪ থানার অফিসার ইনচার্জগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির চেয়ারম্যানবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।