নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব নুরে আলম সিকদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে সাড়ে ১২টার দিকে ঢাকায় ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রুম্যান, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও ভোলা সদর থানা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ।
এক শোকবার্তায় বিএনপি নেতারা বলেন, আলহাজ্ব নুরে আলম সিকদার ছিলেন চরফ্যাশনের একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি তিনি সারাজীবন গনতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল ছিলেন, চরফ্যাশন আপামর কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের পক্ষে সোচ্ছার ছিলেন। তার মৃত্যু চরফ্যাশন বিএনপি’র জন্য এক অপূরনীয় ক্ষতি হয়ে গেল। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার (৭ জুলাই) বাদ আসর চরফ্যাশন থানা রোড মহুমের বাস ভবনের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।