নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করেছে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সহযোগী ব্যবসায়ী সংগঠন। এ উপলক্ষে ছিল সংগঠনগুলোর দিনব্যাপী কর্মসূচী।
এসব কর্মসুচীর মধ্যে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি ও সহযোগী ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সকালে উপজেলার ফ্যাশনস্কয়ারে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেতৃত্বে একটি বিশাল শোক র্যালী সদর রোড়সহ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ গ্রহণ করেন।
সকালে স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি ও সহযোগী ব্যাবসায়ী সংগঠন বাজারের দোকানে দোকানে জাতীয় পতাকা অর্ধনমিত করন ও কালো পতাকা টানায়।
এ ছাড়া চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি ও সহযোগী ব্যাবসায়ী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহাদাত বরণকারী পরিবার বর্গের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করে।
এসব অনুষ্ঠানে চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষীর নেতৃত্বে সমিতির সহযোগী সংগঠন, মুদি ব্যবসায়ী সমিতি, স্টেশনারী ব্যবসায়ী সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, সূতা ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী সমিতি, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বাজার হকার্সলীগ ও যুব ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদকসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, সমিতির প্রধান নির্বাহী কামরুল ইসলাম নিরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।