চরফ্যাশন সেন্ট্রাল হসপিটালে ফ্রী রোগী দেখানোর ঘোষণা

0
3

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রী রোগী দেখানোর সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখবেন।

বিশেষজ্ঞ ডাক্তারগণ হলেন, ডাঃ নাফিসা ইমাম, এমবিবিএস (ঢকা) বিসিএস স্বাস্থ্য, গাইনি মা ও শিশু ও মেডিসিন অভিজ্ঞ, ডাঃ আখি আক্তার, এমবিবিএস (ঢাকা) এমআরসিওজি লন্ডন (পাট-১) (পিজিডি গাইনি এন্ড অবস) গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন , ডাঃ মোঃ এনামুল হাসান এমবিবিএস (ঢাকা) বিসিএস স্বাস্থ্য, মেডিসিন হূদরোগ বাতজ্বর ডায়াবেটিস অভিজ্ঞ এবং ডাঃ শেখ সাইফুল ইসলাম, মেডিসিন বাত ব্যাথা চর্ম যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ।

চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত জানান, শুধু করোনাকালীন সময়ের জন্য নয়, সব সময়ের জন্য-ই সেন্ট্রাল হসপিটাল সাধারণ মানুষের পাশে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here