নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাসনে হত্যার পর দেহ পুড়িয়ে দেয়া দুই জনের বিচ্ছিন্ন মাথা ১৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার আসলামপুর ইউনিয়নের মহিবুল্লাহ’র বাড়ীর সেফটিক ট্যাংক থেকে এই দুইটি মাথা উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন জানান, ওই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মাথা দুইটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। খুব শিগগিরই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটন হবে ।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের অদূরে জামাল ভুঁইয়াদের পরিত্যক্ত বাগান থেকে মাথাবিহীন দুইটি পোড়া দেহ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ। পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।