মনির উদ্দিন চাষী
চরফ্যাশন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চরফ্যাশন এবং তারুন্যের কন্ঠস্বর নামের একটি সংগঠনের আয়োজনে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চরফ্যাশন আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা প্রধান অতিথি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবীর সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু , প্রভাষক শাহানুর বেগম বিউটি এবং নারী নেত্রী মাহমুদা খানম মিলি প্রমুখ।
দুপুরে অফিসার্স ক্লাবে তারুন্যের কন্ঠস্বর আয়োজিত নারী দিবসের আলোচনায় উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ইয়াসরিবা মুমু প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)’র সহধর্মিণী ফাতিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.নুরনবী, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক শাহানুর বেগম বিউটি, নারী নেত্রী মাহমুদা খানম মিলি, ইশরাত জাহান, তাছলিমা প্রমুখ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ টি বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলাশী রানী দাসের হাতে শ্রেষ্ঠ জয়িতা পুরুস্কার তুলে দেন।