নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরি ইউনিয়নের চর পাতিলায় ঘূর্ণিঝড় যশের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিভিন্ন দপ্তরের ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ মে) দিনব্যাপী প্রায় ৫ শত পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। জেলা প্রশাসন থেকে ৫টন চাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিভিন্ন খাবার সামগ্রীর প্যাকেজ, ইউনিসেফ থেকে বালতি, কন্টিনার এবং ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এর নিজ উদ্যোগে শাড়ি, শুকনো খাবার ও নগদ অর্থ ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।